সব জেলায় আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ ও ডায়ালাইসি সেবা চালু হবে : স্বাস্থ্যমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ৪:১৮ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩
সংগৃহীত ছবি

অনলাইন ডেস্ক : সব জেলা সদর হাসপাতালে আগামী ৬ মাসের মধ্যে আইসিইউ সুবিধা ও ডায়ালাইসি সুবিধা চালু হবে বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক।

তিনি বলেন, প্রতি বছর ৫০ থেকে ৬০ হাজার কিডনি রোগীকে ডায়ালাইসিস করতে হয়। যা বেসরকারি হাসপাতালে অনেক ব্যয়বহুল। তাই সরকারি ব্যবস্থাপনায় কম খরচে ডায়ালাইসিস করতে হবে।

মঙ্গলবার (১০ জানুয়ারি) সচিবালয়ে গণমাধ্যম কেন্দ্রে ‘বিএসআরএফ সংলাপ’ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

স্বাস্থ্যসেবা সারাদেশে ছড়িয়ে দেয়া হবে জানিয়ে তিনি বলেন, সব হাসপাতালে মাল্টিপারপাস হল নির্মাণ হবে। রোগীর স্বজন, ওষুধ সংরক্ষণ ও চিকিৎসক ও নার্সদের থাকার ব্যবস্থা করা হবে। সরকার সবার জন্য স্বাস্থ্য কার্ড দেয়ার পরিকল্পনা করছে। যে কার্ড স্বাস্থ্য সেবা সংক্রান্ত তথ্য থাকবে বলে জানান তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, এতোকিছুর পরেও স্বাস্থ্য সেবা অপ্রতুল। প্রায় ৬০ হাজার বেডের বিপরীতে স্বাস্থ্য সেবা দিচ্ছে ৩ লাখ কর্মী। পর্যায়ক্রমে ৬ লাখ জনবল নিয়োগ দেয়া হবে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন