ঢাবিতে ক্রিকেট খেলা নিয়ে ২ বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষ, আহত ১১ News News Desk প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ণ, জানুয়ারি ১০, ২০২৩ অনলাইন ডেস্ক : ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) আন্তবিভাগ ক্রিকেট টুর্নামেন্টের (উত্তর জোন) ফাইনাল ম্যাচে দুই বিভাগের শিক্ষার্থীদের সংঘর্ষে অন্তত ১১ শিক্ষার্থী আহত হয়েছে। সোমবার (৯ জানুয়ারি) বিকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে মার্কেটিং বিভাগ এবং সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের শিক্ষার্থীদের মধ্যে এই সংঘর্ষ হয়। দুই বিভাগ সূত্রে জানা গেছে, সংঘর্ষে মার্কেটিং বিভাগের চার, সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের সাত শিক্ষার্থী আহত হয়েছেন। ঘটনার একাধিক প্রত্যক্ষদর্শী জানান, ম্যাচে সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউটের দল আগে ব্যাটিং করে। ১৯ ওভার ৩ বলে ১০ উইকেট হারিয়ে ১৪৯ রান সংগ্রহ করে। ১৫০ রানের টার্গেটে ব্যাটিংয়ে নেমে মার্কেটিং বিভাগের দলটি ৯ ওভার ২ বলে ১ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে। খেলার এই পর্যায়ে মার্কেটিং বিভাগের এক ব্যাটসম্যানের আউটের সিদ্ধান্তকে কেন্দ্র করে দুই দলের খেলোয়াড়, অতিরিক্ত খেলোয়াড় ও দর্শকেরা পরস্পরকে স্লেজিং করতে থাকেন। এ নিয়ে কথা-কাটাকাটি থেকে উত্তেজনা ছড়িয়ে পড়ে। একপর্যায়ে তা মারামারিতে রূপ নেয়। দুই বিভাগের শিক্ষার্থীরা পরস্পরকে এলোপাতাড়ি কিলঘুষি মারেন। কেউ কেউ পরস্পরের দিকে চেয়ার ও ইটের টুকরা ছোড়েন। এতে ১১ শিক্ষার্থী আহত হন। ঘটনার পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে যান ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এ কে এম গোলাম রব্বানী। তিনি বলেন, খেলার একপর্যায়ে দুই বিভাগের শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা ছড়ায়। তারা সংঘাতে লিপ্ত হন। এতে কয়েকজন শিক্ষার্থী আহত হন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: