বরিশালে মহানগর ছাত্রদলের আনন্দ মিছিল

News News

Desk

প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জানুয়ারি ৯, ২০২৩
ছবি : শহিদুল ইসলাম সুজন

অনলাইন ডেস্ক : সাবেক ছাত্রনেতা রফিকুল ইসলাম বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটির ছাত্রবিষয়ক সম্পাদক মনোনীত করায় বরিশালে আনন্দ মিছিল করেছে ছাত্রদল।

সংগঠনের বরিশাল মহানগর শাখার উদ্যোগে সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় নগরীর সদর রোডে এ আনন্দ মিছিল অনুষ্ঠিত হয়।

সাবেক ছাত্রনেতা বকুলকে বিএনপির কেন্দ্রীয় কমিটিতে ছাত্রবিষয়ক সম্পাদক পদ দেওয়ায় বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ জানিয়ে সোমবার (৯ জানুয়ারি) দুপুর ২টায় প্রেসক্লাব চত্বর থেকে একটি আনন্দ মিছিল বের হয়।

মহানগর ছাত্রদলের সভাপতি রেজাউল করিম রনির নেতৃত্বে আনন্দ মিছিলটি সদর রোড ও হেমায়েত উদ্দিন রোড প্রদক্ষিণ করে ফের সদর রোডের দলীয় কার্যালয় চত্বর গিয়ে শেষ হয়।

পরে এক সংক্ষিপ্ত সমাবেশে বক্তব্য দেন মহানগর ছাত্রদল সভাপতি রেজাউল করিম রনি।

এ সময় মহানগর ছাত্রদল সহ-সভাপতি লিমন সাহা কানু, সজিব কাজী, আবুল হাসানাত, নয়ন চৌধুরী ও সাইফুল ইসলাম সবুজসহ অন্যরা উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড