বরিশালে মেয়াদোত্তীর্ণ রং দিয়ে কেক তৈরি করায় জরিমানা News News Desk প্রকাশিত: ১০:০৮ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩ অনলাইন ডেস্ক : অস্বাস্থ্যকর পরিবেশ ও মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার করে কেক তৈরি করায় এক ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। রোববার (৮ জানুয়ারি) দুপুরে বরিশাল জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাসের নেতৃত্বে নগরের বিএম কলেজ রোডের থ্রি এস পেস্টি শপে অভিযান পরিচালনা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস জানান, নগরে বরিশাল জেলা প্রশাসকের নির্দেশে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে থ্রি এস পেস্ট্রি শপ বিএসটিআই- এর লাইসেন্সের শর্ত ভঙ্গ করে মেয়াদোত্তীর্ণ রং ব্যবহার ও অস্বাস্থ্যকর পরিবেশে পণ্য উৎপাদন করায় ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। পরে মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল ও রং ধ্বংস করা হয়েছে। জনস্বার্থ রক্ষায় নগরে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট লাকি দাস। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আইন আদালত বিষয়: