স্কুলে পড়ার সময়ই কুমারীত্ব হারান সানি লিওনি, বললেন সেই গল্প

News News

Desk

প্রকাশিত: ৩:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ৮, ২০২৩

অনলাইন ডেস্ক : টেলিভিশন শো এবং সিনেমা নিয়ে ব্যস্ত সানি লিওনির সঙ্গে আগের সানি লিওনির মিল খুঁজে পাওয়া শক্ত।

এক সময় তার জীবনজুড়ে ছিল শুধুই যৌনতা। বিতর্কিত মন্তব্য করেও শিরোনামে আসতেন আগে।

সানি কবে প্রথম পেয়েছিলেন যৌনতার পাঠ? জানলে চমকে যাবেন।

সানির বয়স তখন সবে ১৪। কুমারীত্ব হারিয়েছিলেন স্কুলে পড়তেই। এক সাক্ষাৎকারে সে গল্প বলেন তিনি। তবে কে ছিলেন তার প্রথম পুরুষ, সে কথা অবশ্য জানাননি।

সানির কথায়, স্কুলে পড়ার সময় থেকেই তার সঙ্গে একটা সম্পর্ক গড়ে উঠেছিল। আমায় খুব আদরে রাখত সে।

কখনও শুকনো ফল, কখনও ঠাণ্ডা পানীয়- সবই আমার মুখের সামনে ধরত। যত্নআত্তি কার না ভালো লাগে? ওর সঙ্গেই রিসর্টে যাই। সেখানেই আমাদের প্রথম মিলন।

বাড়িতে অবশ্য লুকিয়ে গিয়েছিলেন এত কিছু। সানি তার বাবা-মাকে বলেছিলেন, বন্ধুর জন্মদিনের পার্টিতে যাচ্ছেন।

সেই প্রথম, তার পর কত সঙ্গী বদলেছেন। নারীদের সঙ্গেও ঘনিষ্ঠ অবস্থায় দেখা গেছে সানিকে। ছেড়ে এসেছেন পর্নোগ্রাফির দুনিয়া।

এখন তিনি ড্যানিয়েল ওয়েবারের সঙ্গে সুখে ঘরকন্না করছেন। ২০১৮ সালে জন্ম দেন যমজ পুত্রের। দত্তক নিয়েছেন এক কন্যাকেও।

সেই সঙ্গে সানি উপভোগ করছেন সফল ক্যারিয়ার। ‘স্পিৎসভিলা’র সঞ্চালক তিনি বর্তমানে। আসছে নতুন ছবিও।

 

 

সুত্র : দেশ রূপান্তর