সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন হৃদয় এর ফেসবুক আইডি হ্যাক News News Desk প্রকাশিত: ১০:৪৫ অপরাহ্ণ, জানুয়ারি ৪, ২০২৩ নিজস্ব প্রতিবেদক :- বরিশাল অনলাই পোটাল দৈনিক চন্দ্রদ্বীপ ২৪ এর প্রকাশক ও সম্পাদক এবং বরিশালে আলোচিত ফটো সাংবাদিক মোঃ সাজ্জাদ হোসেন হৃদয় এর ফেসবুক আইডি হ্যাক হয়েছে। হ্যাকাররা আইডিটির সম্পূর্ণ নিয়ন্ত্রণ নিয়ে নেয় বলে জানা গেছে বৃহস্পতিবার (২৯-১২-২০২২)। মোঃ সাজ্জাদ হোসেন হৃদয় জানান , আমি গত বৃহস্পতিবার (২৯-১২-২০২২) রাত ৮.৩০ মিনিট এর দিকে প্রেসক্লাব বসে আমার এক সিনিয়র সহকর্মীর কাছে জানতে পারি যে journalist Riday নামে আমার ছবি ও নাম ব্যবহার করে একটি ফেসবুক আইডি থেকে মেসেঞ্জারের মাধ্যমে টাকা চাচ্ছে । বিষয় টি আমি জানার পড়ে ফেসবুক আইডি ভিজিট করে নিশ্চিত হই। মো সাজ্জাদ হোসেন হৃদয় এর একজন সহকর্মী বলেন, ‘সাজ্জাদ হোসেন হৃদয়’ এর আইডিতে অনেক ফ্যান-ফলোয়ার রয়েছে। এই আইডিটি ব্যবহার করে হ্যাকাররা এখনো কোনো বিভ্রান্তিকর তথ্য ছড়ায়নি কিন্তু মেসেঞ্জার এর মাধ্যমে তার বন্ধুদের ও সহকর্মীদের কাছে টাকা চাওয়া হচ্ছে । বিষয়টি আমরা আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কে অবগত করেছি। কাউনিয়া থানায় গত শুক্রবার ৩০-১২-২০২২ইং তারিখ এ বিষয় একটি জিডি করা হয়েছে। কাউনিয়া থানায় অফিসার ইনচার্জ মোঃ মুকুল পিপিএম জানান, ইতিমধ্যে আমরা বিষয়টি সম্পর্কে অবগত হয়েছি । একজন গণমাধ্যম কর্মীর ফেসবুক আইডি উদ্ধার এবং হ্যাকার শনাক্ত করার জন্য আমাদের পক্ষ থেকে সব ধরনের প্রযুক্তিগত তৎপরতা চালাচ্ছে আমাদের মিডিয়া টিম । মো সাজ্জাদ হোসেন হৃদয় বলেন, journalist Riday আইডিতে পরিচিত লোক বা friend রয়েছে। কোনো পরিচিতজন কোনো ধরনের তথ্য বা টাকা দিয়ে লেনদেন করা বা কোন যোগাযোগ না করে। journalist Riday আইডি কে Rebot দেবার জন্য সকলের কাছে তিনি অনুরোধ জানান।। id Link https://www.facebook.com/journalist.riday…… SHARES প্রচ্ছদ বিষয়: