বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আটক ৩

News News

Desk

প্রকাশিত: ৫:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ৩০, ২০২২

অনলাইন ডেস্ক : বরিশাল নগরীর কাউনিয়া এলাকায় ডাকাতির প্রস্তুতিকালে ধারাল দেশী অস্ত্রসহ ৩ জনকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) রাতে কাউনিয়ার শেরে বাংলা নগর মাধ্যমিক বিদ্যালয় মাঠের দক্ষিণ পাশ থেকে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলো- মাদারীপুর জেলার আদিতপুর গ্রামের নুরুজ্জামান কাজী (৪৫), একই জেলার বাজিতপুর গ্রামের মো. সম্রাট (৪৮) ও বাচ্চু খান (৩৪)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এইচ এম আব্দুর রহমান মুকুল জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার গভীর রাতে কাউনিয়া শেরেবাংলা নগর এলাকায় টহল পুলিশ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জনকে আটক করে।

তাদের কাছ থেকে একটি ধারাল রামদা, একটি দা, একটি ছুরি, রেঞ্জ ও তালাকাটার যন্ত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় একটি মামলা দায়ের করে আটককৃতদের ওই মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।

আটককৃত তিনজনের বিরুদ্ধে চুয়াডাঙ্গা, দিনাজপুর ও নেত্রকোনার মোহনগঞ্জ থানায় অস্ত্র ও ডাকাতির মামলা রয়েছে বলে ওসি জানিয়েছেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন