রাজধানীর খিলক্ষেতে কলেজের হোস্টেলে আগুন

News News

Desk

প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, ডিসেম্বর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : রাজধানীর খিলক্ষেতে সিটি সেন্টার স্কুল অ্যান্ড কলেজের হোস্টেলে অগ্নিকাণ্ড ঘটেছে।

বৃহস্পতিবার (২৯ ডিসেম্বর) সন্ধ্যায় খিলক্ষেতের নিকুঞ্জ-২ এলাকার ১৪ তলা ওই ভবনটির ৯ তলায় আগুন লাগে।

৬টা ৫৫ মিনিটে আগুনের খবর পায় ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট। পরে আগুন নিয়ন্ত্রণে আরও ৩টি ইউনিট পাঠানো হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিসের গণমাধ্যম কর্মকর্তা শাহজাহান শিকদার।

তিনি বলেন, আমাদের ইউনিটগুলো আগুন নিয়ন্ত্রণে কাজ করছে। অগ্নিকাণ্ডের কারণ ও হতাহতের বিষয়ে এখনো কিছু জানা যায়নি।

সূত্র : দেশ রূপান্তর