২ নং ও ১৯ নং ওয়ার্ডে বিভিন্ন দল ছেড়ে নেতাকর্মীদের জাতীয় পার্টিতে যোগদান

News News

Desk

প্রকাশিত: ৬:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৫, ২০২২

অনলাইন ডেস্ক :- গতকাল নগরীর উদয়ন স্কুল ৩য় তলায় বাকশীস অফিসে বরিশাল মহানগর ২ নং ও ১৯ নং ওয়ার্ডের বিভিন্ন দল ছেড়ে নেতাকমী জাতীয় পার্টিতে আঃ মন্নান এর নেতৃত্বে যোগদান করতে আসেন।

জাতীয় পাঠিযাগাদান করছে আওয়ামিলীগ ও বিএনপি এর অধশতাধিক নেতা কর্মি।

এসময় ২,৭১৯ নং ওয়ার্ডে এর জাতীয় শ্রমীক পাটির ৩১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

এ সময় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার ইকবাল হোসেন তাপস মাননীয় চেয়ারম্যান মহাদয়ের উপদেষ্টা ও সদস্য সচিব,জাতীয় পার্টি, বরিশাল মহানগর।

ও এই সভার সভপতিত্ব করেন বরিশাল মহানগর আায়ক অধ্যাপক মহসিন উল ইসলাম হাবুল। এ সময় আরো উপস্থিত ছিলো বিভিন্ন ওয়ার্ডের নেতাকর্মী ও সদস্য বৃন্দ।