হাসপাতালে ভর্তি পরীমনি

News News

Desk

প্রকাশিত: ১১:০০ অপরাহ্ণ, ডিসেম্বর ২৩, ২০২২

অনলাইন ডেস্ক : হাসপাতালে ভর্তি করা হয়েছে ঢাকাই সিনেমার আলোচিত চিত্রনায়িকা পরীমনিকে। রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন তিনি।

পরীমনি তার ফেসবুকে দুটো ছবি পোস্ট করেছেন। তাতে দেখা যায়, হাসপাতালের বিছানায় রাখা একটি হাত। ডান হাতের শাহাদাত আঙ্গুলে ব্যান্ডেজ। ধারণা করা হচ্ছে, এ আঙ্গুলে আঘাত পেয়েছেন তিনি। আর ক্যাপশনে লিখেছেন ‘উপহার। ২২-১২-২২। চেক ইন দিয়েছেন এভার কেয়ার হাসপাতাল।

পরীমনির অসুস্থতার বিষয়ে বিস্তারিত কিছু জানা যায়নি। পরীমনি ও তার স্বামী শরীফুল রাজকে একাধিকবার ফোন করেও সাড়া মেলেনি।

পরীমনির পরবর্তী সিনেমা ‘অ্যাডভেঞ্চার অব সুন্দরবন’। কয়েক দিন আগে এ সিনেমার ট্রেইলার প্রকাশিত হয়। ট্রেইলার প্রকাশনা অনুষ্ঠানে পুত্র রাজ্যকে সঙ্গে নিয়ে হাজির হয়েছিলেন তিনি। এ অনুষ্ঠানের পুরো সময়জুড়ে হাসিখুশি দেখা যায় এই নায়িকাকে। আকস্মিক অসুস্থতার খবরে চিন্তিত পরীমনির ভক্তরা।

সূত্র : রাইজিংবিডি.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড