বরিশালে সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ News News Desk প্রকাশিত: ১১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২ মনিরুল ইসলাম, বরিশাল : নগরীর ব্যাপ্টিষ্ট মিশন, চাঁদমারি সাব-সেন্টার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ, বরিশাল এ.পি এর পক্ষ থেকে শখানেক সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে সেলাই মেশিন বিতরণ করা হয়। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১০ টায়, নগরীর ব্যাপ্টিষ্ট মিশন, চাঁদমারি সাব-সেন্টারে এ আয়োজন করা হয় এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলারা খানম, উপঃ পরিচালক, মহিলা ও শিশু বিষয় অধিদপ্তর বরিশাল,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র ম্যানেজার জনাব লিটন মন্ডল, বরিশাল এ.পি। এ ছাড়াও প্রোগ্রাম অফিসার জনাব হুমায়ন কবির বরিশাল এ.পি, প্রোগ্রাম অফিসার জনাব পূর্ণিমা মন্ডল সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা বৃন্দ উপস্থিত ছিলেন। ওয়ার্ল্ড ভিশন বিশ্বের অন্যতম বৃহত্তম আন্তর্জাতিক সংস্থাগুলোর একটি। সমাজের হতদরিদ্র শিশু এবং পরিবারকে সহায়তা করে তাদের জীবন-মানন্নোয়ন এবং দারিদ্রতা দূরীকরনে সংস্থাটি বদ্ধ পরিকর। কাজ এবং জীবনাচরণের মধ্য দিয়ে দরিদ্র ও নিপীড়িত মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনা, ন্যায্যতা প্রতিষ্ঠা করা এবং সমাজে শান্তির প্রতিষ্ঠার জন্য কাজ করা । তারই ধারাবাহিকতায় ওয়াল্ড ভিশন সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে বিভিন্ন উপকরণ বিতরণ এবং তার সঠিক ব্যবহারে উৎসাহিত করতে নিয়মিত কাজ করে যাচ্ছে। SHARES প্রচ্ছদ বিষয়: