জেনে নিন গুড় ও চকলেট দিয়ে ফিউশন বরফি তৈরির রেসিপি News News Desk প্রকাশিত: ১০:৪৭ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২ অনলাইন ডেস্ক : কয়েকদিন পরেই বড়দিন। মিষ্টিমুখ না হলে চলে? যদিও ক্রিসমাসের সঙ্গে জড়িয়ে রয়েছে কেক। উৎসব যেমনই হোক, চকলেটের জনপ্রিয় কখনই কমে না। তবে বড়দিনে শুধু চকলেট খাবেন? চকলেট দিয়ে তৈরি করে নিতে পারেন বরফি। চকলেট বরফি তৈরির রেসিপি – যা লাগবে: ৫০০ গ্রাম ক্ষীর, ৩০০ গ্রাম নলেন গুড়, ১ চা চামচ এলাচ গুঁড়ো, ২ টেবিল চামচ কোকো পাউডার, ৪-৫ ফোঁটা ভ্যানিলা এসেন্স আর ২৫০ গ্রাম কনডেন্সড মিল্ক। তৈরির পদ্ধতি: প্রথমে নলেন গুড়টা গলিয়ে পাতলা করে নিন। এবার একটি নন-স্টিকের পেন চুলায় বসান। এতে ক্ষীর দিয়ে আঁচে বসিয়ে রাখুন। কম আঁচে রাখবেন। ক্ষীর একটু গলতে শুরু করলে ক্রমাগত নাড়তে থাকুন। ক্ষীর অর্ধেক গলে গেলে এতে কনডেন্সড মিল্ক, নলেন গুড়, ছোট এলাচের গুঁড়ো ও ভ্যানিলা এসেন্স দিয়ে দিন। মিশ্রণটি ক্রমাগত নাড়তে থাকুন। কিছুক্ষণ পর দেখবেন মিশ্রণটি ক্রিমের মতো ঘন হয়ে গেছে। তারপর আরও ৭ মিনিট মতো মিশ্রণটি আঁচে বসিয়ে নাড়বেন। এরপর দেখবেন মিশ্রণটি কড়াই ছাড়তে শুরু করেছে। একটু থকথকে হয়ে গেলে নামিয়ে নিন। মিশ্রণটা একটা ঘি মাখানো থালায় ঢেলে দিন। ঘি মাখানোর পাশাপাশি থালায় অল্প কোকো পাউডার ছড়িয়ে দিতে পারেন। মিশ্রণটি থালায় ঢালার পর উপর দিয়ে কোকো পাউডার ও পেস্তা কুচি ছড়িয়ে দিন। এবার এই মিশ্রণ ৩০ মিনিটের জন্য ফ্রিজে রেখে দিন। ফ্রিজ থেকে বের করে ছোট ছোট টুকরোতে কেটে নিন। পরিবেশন করুন চকোলেট বরফি। সূত্র : ঢাকা পোস্ট SHARES লাইফস্টাইল বিষয়: