বরিশালে বড়দিন উদযাপন উপলক্ষ্যে সকল প্রস্তুতি সম্পন্ন News News Desk প্রকাশিত: ৩:১৪ অপরাহ্ণ, ডিসেম্বর ২১, ২০২২ যোসেফ বিশ্বাস যোসেফ বিশ্বাস, বরিশাল : খ্রিস্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব শুভ বড়দিন আগামী শনিবার (২৪ ডিসেম্বর)। বিশ্বজুড়ে দিবসটি পালিত হবে। বরিশাল নগরীতেও সাড়ম্বরে বড়দিন উৎসব পালন করবেন খ্রিস্ট ধর্মাবলম্বীরা। এই দিনে খ্রিস্টান ধর্মের প্রবর্তক যিশু খ্রিস্ট বেথলেহেমে জন্ম নিয়েছিলেন। খ্রিস্টান ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, সৃষ্টিকর্তার মহিমা প্রচার এবং মানবজাতিকে সত্য ও ন্যায়ের পথে পরিচালিত করতে যিশুর আগমন ঘটেছিল পৃথিবীতে। দিনটি উপলক্ষে বরিশাল নগরের অক্সফোর্ড, ব্যাপ্টিস্ট এবং ক্যাথলিক চার্চে থাকছে নানা আয়োজন। প্রার্থনা, কীর্তন, বাইবেল পাঠ এবং সাংস্কৃতিক অনুষ্ঠানসহ নানা আয়োজনে যীশু খ্রিস্টের জন্মদিন পালন করবেন ভক্তরা। শনিবার (২৪ ডিসেম্বর) যীশুর জন্মদিন হলেও এর আনুষ্ঠানিকতা শুরু হবে শুক্রবার দিবাগত রাত থেকেই। রাতে নগরীর সদর রোডের ক্যাথলিক এবং সেন্ট পিটার্স চার্চে শুরু হচ্ছে বড়দিন ঘিরে মূল অনুষ্ঠান। এদিন খ্রিস্টের সকল ভক্তসহ তার অনুসারীরা প্রার্থনায় অংশ নেবেন। খ্রিস্টের ভক্ত নগরীর কলেজ রোডের খ্রিস্টান পাড়ার বাসিন্দা রবিন বল্লব বলেন, ‘সব ধর্মই মানবতা, প্রেম, সহমর্মিতা, অহিংসা শেখায়। তারা অতীতের পাপ মোচনের জন্য যীশুর কাছে প্রার্থনা করে। যীশু খ্রিস্টের জন্মদিনে প্রার্থনা করে তারা আগামী একটি বছর ভালোভাবে চলার অনুপ্রেরণা পান। তবে বড়দিনে শুধু খ্রিস্ট ভক্তরাই নন, অন্য ধর্মের মানুষও আসেন চার্চের সাজসজ্জা দেখতে এবং উৎসবের আনন্দ ভাগাভাগি করতে। অনেকে পরিবারের নতুন প্রজন্মকে দেখাতে নিয়ে আসেন খ্রিস্ট ভক্তদের ধর্মীয় রীতিনীতি। অংশ নেন প্রীতি ভোজ সভায়। নগরীর ব্যাপ্টিস্ট মিশন রোড, কলেজ রো, নবগ্রাম রোডের গোল পুকুর পাড়, সাগরদী, কাশিপুর, মতাশার খ্রিস্টান কলোনিসহ খ্রিস্টান অধ্যুষিত এলাকাগুলোতে করা হয়েছে ব্যাপক সাজসজ্জা। শনিবার (২৪ ডিসেম্বর) রাত ৯ টায় খ্রীষ্টযাগ অর্পণ করবেন পরম শ্রদ্ধেয় বিশপ ইম্মানুয়েল কানন রোজারিও। সার্বিক তত্ত্বাবধানে থাকবে পাল পুরোহিত ফাদার লাজারুস গোমেজ ও পালকীয় পরিষদ। অপরদিকে বড়দিনকে ঘিরে যাতে কোনো ধরনের নাশকতা না ঘটে সে লক্ষ্যে নগরের সবগুলো গির্জা এবং খ্রিস্টান পল্লীগুলোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে আইন-শৃঙ্খলা বাহিনী। এ বিষয়ে বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার সাইফুল ইসলাম জানান, বড় দিনের উৎসব নির্বিঘ্নে সম্পন্ন করতে বেশ কয়েকদিন আগে থেকে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। বৃদ্ধি করা হয়েছে পুলিশ ও গোয়েন্দা নজরদারি। গির্জাগুলোও বাড়তি নিরাপত্তা ব্যবস্থার আওতায় আনা হয়েছে। তিনি বলেন, ‘ইতোমধ্যে পুলিশের পক্ষ থেকে পেট্রোলিং এবং চেকপোস্টের কার্যক্রম বাড়ানো হয়েছে। উৎসব পালনকালে সংশ্লিষ্ট গির্জাগুলোতে নিয়মিতদের পাশাপাশি সাদা পোশাকে পুলিশ সদস্যরা নিয়োজিত রয়েছেন। সর্বজনীন উৎসব নির্বিঘ্নে পালনে আইন-শৃঙ্খলা বাহিনীর পাশাপাশি নগরবাসীও সমান ভূমিকা পালন করছেন বলে জানান তিনি। SHARES ধর্ম বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড