বরিশালে দার্শনিক আরজ আলীর জন্মবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত News News Desk প্রকাশিত: ১১:৫৯ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : দার্শনিক আরজ আলী মাতুব্বরের জন্মবার্ষিকী উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়েছে। শনিবার (১৭ ডিসেম্বর) বিকেলে বরিশাল নগরের অনামীলেনস্থ গণনাট্য সংস্থার কার্যলয়ে এ কর্মসূচি পালিত হয়। অধ্যাপক বীরেন্দ্র নাথ রায়ের সঞ্চলনায় আলোচনা সভায় সভাপতিত্ব করেন বরিশাল গণ নাট্য সংস্থার সভাপতি অধ্যাপক শাহ্ আজিজুর রহমান খোকন। সভায় আরজ আলী মাতুব্বরের স্মৃর্তিচারন করে বক্তব্য রাখেন, বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য অধ্যাপক নৃপেন্দ্র নাথ বাড়ৈ, সিপিবি বরিশাল জেলার সাবেক সভাপতি অ্যাডভোকেট একে আজাদ, সিপিবি বরিশাল জেলার সাধারণ সম্পাদক অধ্যাপক দুলাল মজুমদার, বীর মুক্তিযোদ্ধা ও লেখক মকবুল আকন, কবি তৌহিদুল ইসলাম, সাবেক ছাত্র নেতা আবুল কাসেম, আরজ আলী মাতুব্বরের নাতি শামীম আলী মাতুব্বর ও ফারুক মল্লিক প্রমুখ। এসময় বক্তারা বলেন, যদি সবাই আরজ আলী মাতুব্বরকে দর্শন করি তাহলে আমরা অনেকেই অন্ধকার থেকে বের হয়ে আলোকিত একটি সমাজ ব্যবস্থা উপহার দিতে পারবো। এর আগে আলোচক ও আয়োজক কমিটির নেতারা দার্শনিক আরজ আলী মাতুব্বরের প্রতিকৃতিতে পূস্পার্ঘ অর্পণ করে। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES জাতীয় বিষয়: