পৃথিবীকে আমরা শান্তির ধারণা দিতে চাই : পররাষ্ট্রমন্ত্রী News News Desk প্রকাশিত: ১০:৩৪ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, ‘আমরা পৃথিবীকে শান্তির একটি ধারণা দিতে চাই। মানুষের কল্যাণে কাজ করলে সৃষ্টিকর্তা আমাদের প্রতিদান দেবেন। হিংসা-বিদ্বেষ, খুন-গুমের বিপরীতে মানুষের কল্যাণে মানুষ কাজ করবে। আজ শনিবার (১৭ ডিসেম্বর) দুপুরে সিলেটের হাউজিং এস্টেট এলাকায় একটি জামে মসজিদ পুনর্নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মসজিদ, হাসপাতালসহ কল্যাণমূলক প্রতিষ্ঠান গড়ে তোলা মহৎ উদ্যোগ। আমাদের সরকার সেজন্য প্রতিটি স্থানে একটি আদর্শ মসজিদ নির্মাণ করে দিচ্ছে। যেখানে সব আধুনিক সুযোগ-সুবিধা বিদ্যমান থাকবে। মসজিদ নির্মাণের সঙ্গে যারা জড়িত সবাই সদকায়ে জারিয়া পাবেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES জাতীয় বিষয়: