বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণ করলো ক্রোয়েশিয়া News News Desk প্রকাশিত: ১১:৩৫ অপরাহ্ণ, ডিসেম্বর ১৭, ২০২২ অনলাইন ডেস্ক : মরক্কোকে ২-১ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের তৃতীয় স্থান নির্ধারণ করলো ক্রোয়েশিয়া। আর প্রায় সমান লড়াই করেও ইতিহাস গড়া হলো না আফ্রিকার দেশ মরক্কোর। ১৯৯৮ সালেও বিশ্বকাপে তৃতীয় স্থান অর্জন করেছিল ক্রোয়েশিয়া। আজ খেলার ৪২ তম মিনিটে লিড বাড়ায় দেশটি। ওরসিচের গোলে বিরতির আগে ২-১ করে ক্রোটরা। কিন্তু ২৯ মিনিটে একটি গোলের বড় সুযোগ নষ্ট করে মরক্কো। তা নাহলে খেলা প্রথমার্ধ শেষেও সমতায় থাকতো! এন-নেসিরি একটু বেশি দৌড়ে ফেলেছিলেন এবং হাকিমির ক্রস তার পেছনে চলে যায়। হাকিমি এবং জিয়াচ চমৎকার ওয়ান-টু খেলে ডানদিক দিয়ে উপরে ওঠেন। হাকিমি একটি নিচু ক্রস বাড়ান। কিন্তু এন-নেসিরি অল্পের জন্য মিস করে ফেলেন। তিনি ঠিক জায়গায় থাকলে নিশ্চিত গোল ছিল। কাতার বিশ্বকাপের তৃতীয় পজিশনের ম্যাচের লড়াইয়ে আজ রাত বাংলাদেশ সময় ৯টায় খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে মুখোমুখি হয় ক্রোয়েশিয়া-মরক্কো। খেলার ৯ মিনিটেই পাল্টা-পাল্টি গোল জালে জড়ায় দল দুটি। ৭ মিনিটে একটি দুর্দান্ত সেট-পিস থেকে গোল করে ক্রোয়েশিয়া। দলের জন্য বাঁ দিক থেকে ফ্রি-কিক নেন মদ্রিচ। পেরিসিচের এটিকে বক্সের ভেতর নিয়ে যান। আর ভার্দিওল এটিকে হেডারে জালে জড়ান। এর দুই মিনিট পরেই খেলা ১-১ গোলের সমতায় ফেরান মরক্কোর আশরাফ দারি। এ ক্ষেত্রেও একটি ফ্রি-কিক থেকে গোল তৈরি হয়েছে। জিয়েচ ডানদিকে প্রায় ৩০ গজ দূর থেকে বল পাঠান। মদ্রিচ অজান্তেই ক্রোয়েশিয়ান গোলের দিকে এগিয়ে যান এটিকে ক্লিয়ার করার প্রয়াসে, আশরাফ দারি বলটি পেয়ে লিভাকোভিচকে কাটিয়ে জালে জড়াতে ভুল করেননি। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: