কুষ্টিয়ার আকাশে দেখা গেলো রহস্যময় আলো News News Desk প্রকাশিত: ১০:৪০ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২ অনলাইন ডেস্ক : কুষ্টিয়ার আকাশে ৫০ সেকেন্ডের মতো স্থায়ী দ্যুতিময় আলো নিয়ে জল্পনা কল্পনার অন্ত নেই। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যা ৬টা ২০ মিনিটের দিকে কুষ্টিয়ার খোকসা থানা সদরের পশ্চিম দিয়ে বয়ে যওয়া গড়াই নদীর উপর রহস্যময় আলোর দেখা মেলে। টর্চ লাইটের আলোর মতো উজ্জল এ আলোটি উত্তর দিক থেকে দক্ষিণ দিকে গিয়ে আকাশে মিশে যায়। উৎসুক জনতা প্রথমে টর্চ লাইটের আলোর মতো আলোক দ্যুতি ভেসে যেতে দেখে অন্যদের দেখানোর চেষ্টা করে। প্রায় ৫০ সেকেন্ড স্থায়ী আলোটি দীর্ঘ কয়েক কিলোমিটার যাওয়ার পর আকাশে মিলে যায়। এ বিষয়ে জানতে ধোকড়াকোল কলেজের রসায়ন বিজ্ঞান বিভাগের প্রভাষক মনিরুজ্জামান বলেন, আলোটির স্থায়ীত্ব ও ছবি দেখে রহস্যময় মনে হয়েছে। তবে উল্কা পিন্ড হতে পারে বলেও তিনি মন্তব্য করেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES প্রচ্ছদ বিষয়: