বরিশালে ইমামদের নিয়ে জঙ্গিবাদ সন্ত্রাস ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৪:১২ অপরাহ্ণ, ডিসেম্বর ১৫, ২০২২

অনলাইন ডেস্ক : বরিশালে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী কার্যক্রমে জনমত সৃষ্টির লক্ষ্যে আলোচনা সভা করেছে ইসলামিক ফাউন্ডেশন।

বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) সকাল ১০ টায় নগরীর কাশীপুরে ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উদ্যোগে নিজস্ব মিলনায়তন এই সভা অনুষ্ঠিত হয়।

জেলা পর্যায়ের ইমামদের সাথে সন্ত্রাস, জঙ্গিবাদ ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. জাহাঙ্গীর হোসেন।

ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের পরিচালক মো. নরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো. ওয়াহিদুল ইসলাম ও ইসলামিক ফাউন্ডেশন বিভাগীয় কার্যালয়ের উপ-পরিচালক মো. আলম হোসেন।

সভায় প্রধান অতিথি সহ অন্যান্য অতিথিরা সন্ত্রাস, জঙ্গিবাদ, নারী ও শিশু নির্যাতন এবং মাদক প্রতিরোধে ইমামদের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার আহ্বান জানান। সভায় ৪ জন ইমামের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়।

পরে দেশ ও জাতির মঙ্গল কামনায় করে বিশেষ দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড