চট্টগ্রামের বিএম ডিপোর আগুন নিয়ন্ত্রণে

News News

Desk

প্রকাশিত: ৬:০৮ অপরাহ্ণ, ডিসেম্বর ১৩, ২০২২

অনলাইন ডেস্ক : চট্টগ্রামের সীতাকুণ্ডের বেসরকারি বিএম কনটেইনার ডিপো’র আগুন নিয়ন্ত্রণে এসেছে। প্রায় এক ঘণ্টা চেষ্টা চালিয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট বিকেল সোয়া ৪ টার দিকে আগুন নেভাতে সক্ষম হয়।

মঙ্গলবার (১৩ ডিসেম্বর) সীতাকুণ্ড কুমিরা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার ফিরোজ মিয়া এতথ্য নিশ্চিত করেছেন।

ফায়ার সার্ভিস জানায়, বিকেল সোয়া ৩ টার দিকে বিএম ডিপোর শেডে জুটের একটি স্তুপে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে।

প্রায় এক ঘন্টা চেষ্টার পর বিকেল সোয়া ৪ টার দিকে তারা আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনে।

আগুনে কোনো হতাহতের ঘটনা ঘটেনি। ক্ষয়ক্ষতির পরিমাণ এখনো জানা যায়নি।

সূত্র : রাইজিংবিডি.কম