দেশে বছরে ৪ লাখ অপরিণত শিশুর জন্ম News News Desk প্রকাশিত: ১১:০৭ অপরাহ্ণ, নভেম্বর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : জন্মের ২০-৩০ দিনের মধ্যে অবশ্যই অপরিণত শিশুর চোখ পরীক্ষা করার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা। তারা বলেছেন, বাংলাদেশে প্রতি বছর ৩০ লাখ শিশুর জন্ম হয়। এর মধ্যে অন্তত ৪ লাখ শিশু অপরিণত বয়সে জন্ম নেয় এবং যাদের ওজন স্বাভাবিকের চেয়ে কম থাকে। এ সকল শিশুর চোখে রেটিনোপ্যাথি অব প্রিমেচুরিটি বা আরওপি হওয়ার আশঙ্কা থাকে, যা তাদের অন্ধত্বের ঝুঁকি বাড়িয়ে দেয়। এ জন্য এসব শিশুর চোখ জন্মের ৩০ দিনের মধ্যে অবশ্যই পরীক্ষা করাতে হবে। বুধবার (৩০ নভেম্বর) বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) সঙ্গে অরবিস ইন্টারন্যাশনালের সমঝোতা সই অনুষ্ঠানে এই তথ্য জানানো হয়। এই সমঝোতার ফলে বিএসএমএমইউতে স্থাপিত নবজাতক শিশুদের চক্ষু রোগ চিকিৎসা কেন্দ্র বা রেটিনোপ্যাথি অব প্রিমেচুরিটি (আরওপি) সেন্টারের কারিগরি সহায়তার মেয়াদ বাড়বে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ৩৫ সপ্তাহের আগে নবজাতক শিশুর জন্ম হলে এবং ওজন ২ কেজির কম হলে শিশুর চোখে আরওপি হতে পারে। এ জন্য অপরিণত নবজাতক শিশু জন্মের ২০-৩০ দিনের মধ্যে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ দ্বারা শিশুর চোখ পরীক্ষা করাতে হবে। অন্যথায় শিশু চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। এজন্য শিশুর চোখের যত্ন নিতে হবে। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: