বাউফলে ডা: সানজিদা ইসলাম জেসমিন কে বিদায় সংবর্ধনা News News Desk প্রকাশিত: ৭:৩৩ অপরাহ্ণ, জুলাই ২৮, ২০২৫ মাসুম বিল্লাহ পটুয়াখালী জেলা প্রতিনিধি : পটুয়াখালীর বাউফল মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সদ্য বিদায়ী ডা: সানজিদা ইসলাম জেসমিনকে বদলি জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। রবিবার (২৭ জুলাই ২০২৫ ) সকাল ১১টা বাউফল পরিবার পরিকল্পনা সভাকক্ষে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। কালিশুরী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শক ফিরোজ খানের সঞ্চালায় অনুষ্ঠানে অশ্রু সিক্ত আবেগ ঘন পরিবেশে বক্তব্য রাখেন , মরিয়ম রেখা,কুলসুম বেগম,শাহিদা বেগম, আসমা আক্তার পপি,নুসরাত জাহান মালা, হ্যাপি আক্তার,পরিবার পরিকল্পনা পরিদর্শক আবু মোতালেব, হেলাল উদ্দিন খান প্রমুখ। সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা, সদ্য বিদায়ী ডা: সানজিদা ইসলাম জেসমিন এর কর্মময় জীবনের ভূয়সী প্রশংসা করেন। এছাড়া নতুন কর্মস্থলে সততা ও নিষ্ঠার সাথে যেন তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে পারেন সেই আশাবাদ ব্যক্ত করেন। উল্লেখ্য, ১৭-০৮-২০২৩ সালের তিনি বাউফল উপজেলা মেডিকেল অফিসার ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে যোগদান করেন। তার পরবর্তী কর্মস্থল ঢাকা মিরপুর টেনিং কলেজ প্রভাষক হিসাবে যোগদান করবেন। SHARES প্রচ্ছদ বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড