বরিশালে আন্তজার্তিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দিবস পালন

News News

Desk

প্রকাশিত: ১১:১০ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২
ছবি : মো: মনিরুল ইসলাম

মো: মনিরুল ইসলাম, বরিশাল : আন্তর্জাতিক নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ দিবস উপলক্ষে সোমবার (২৮ নভেম্বর) সকালে বরিশালের চাদমারী এলাকায় ব্যাপ্টিস্ট মিশন সাব সেন্টারে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি আয়োজনে ১৬ দিন ব্যাপি এক ক্যাম্পেইন অনুষ্ঠানের আয়োজনে করা হয়।

এবারের স্লোগান “সবার মাঝে ঐক্য গড়ি নারী ও শিশু নির্যাতন বন্ধ করি ” কে সফল করতে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল এপি আয়োজনে ১৬ দিন ব্যাপি এই ক্যাম্পেইনের বরিশালে কেক কাটার মধ্যদিয়ে শুরু হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব দিলরুবা খানম মহিলা ও শিশু বিষয়ক অধিদপ্তর বরিশালের উপ -পরিচালক, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিউটি কুইন ফিল্ড এডভোকেসি এন্ড সোস্যাল একান্টিবিলিটি কো-অর্ডিনেটর সিআরবিসি ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ,

হুমায়ুন কবির প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি বরিশাল, সুবাস জয়ধর প্রোগ্রাম অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি বরিশাল। সভাপতিত্ব করেন চার্চিল দাস স্পন্সারশীপ ও চাইল্ড প্রটেকশন অফিসার ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এপি বরিশাল।

মোঃ আবু সুফিয়ান শেখ ইউথ এডভাইসর লিডারশীপ এন্ড কমিউনিকেশন ন্যাশনাল চাইল্ড এন্ড ইউথ এডভাসরি কাউন্সিল ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ ।

এসময় বক্তাগণ বর্তমান সমাজে নারী ও শিশু নির্যাতন বেরে যাওয়া নিয়ে সংশয় প্রকাশ করেন, এর বলিষ্ঠ কন্ঠে প্রতিরোধ গড়ে তো এবং ভবিষ্যত প্রজন্মের বেড়ে ওঠা নিয়ে আলোচনা করেন।

সঞ্চালনায় ছিলেন ইব্রাহিম হোসেন স্পন্সারশীপ ও চাইল্ড প্রটেকশন সহায়তাকারী ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ বরিশাল