চট্টগ্রামে শিশু আয়াত হত্যা মামলায় আবিরের ৭ দিনের রিমান্ড News News Desk প্রকাশিত: ৪:২১ অপরাহ্ণ, নভেম্বর ২৮, ২০২২ অনলাইন ডেস্ক : চট্টগ্রামে আলিনা ইসলাম আয়াত নামের পাঁচ বছরের এক শিশুকে হত্যা ও এরপর লাশ টুকরোর অভিযোগে করা মামলায় গ্রেপ্তার আবির মিয়াকে জিজ্ঞাসাবাদ করতে আরও ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৮ নভেম্বর) চট্টগ্রামের অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবদুল হালিম এ আদেশ দেন। এর আগে শনিবার (২৬ নভেম্বর) আদালত তাকে দুদিনের রিমান্ডে পাঠায়। গ্রেপ্তার আবির মিয়া নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকার ভাড়াটিয়া বাসিন্দা আজহারুল ইসলামের ছেলে। গত ১৫ নভেম্বর বিকেলে নগরীর ইপিজেড থানার দক্ষিণ হালিশহর ওয়ার্ডের নয়ারহাট এলাকা থেকে নিখোঁজ হয় বন্দরটিলা ওয়াজ মুন্সিবাড়ি এলাকার সোহেল রানার মেয়ে আয়াত। অনেক খোঁজাখুঁজি করেও না পেয়ে পরিবারের পক্ষ থেকে ইপিজেড থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হয়। এ ঘটনায় গত বৃহস্পতিবার (২৪ নভেম্বর) আবির মিয়াকে (১৯) আটক করে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। আটকের পর পিবিআইর জিজ্ঞাসাবাদে আবির আলী জানান, মুক্তিপণ আদায়ের জন্য আয়াতকে অপহরণের পরিকল্পনা করেন তিনি। পরে তাকে শ্বাসরোধ করে হত্যার পর মরদেহ কেটে ছয় টুকরা করে সাগরে ভাসিয়ে দিয়েছেন। সূত্র : দেশ রূপান্তর SHARES আইন আদালত বিষয়: