বরিশালে মাতুয়া সম্প্রদায়ের নবান্ন উৎসব পালিত

News News

Desk

প্রকাশিত: ১২:০০ পূর্বাহ্ণ, নভেম্বর ২৬, ২০২২
ছবি : সাজ্জাদ হোসেন রিদয়

অনলাইন ডেস্ক : বরিশালে নবান্ন উৎসব পালন করেছে মাতুয়া সম্প্রদায়। শুক্রবার (২৫ নভেম্বর) বেলা সাড়ে ১১টায় বরিশাল নগরের নতুন বাজার বিভাগীয় শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মন্দির অমৃত অঙ্গনে বরিশাল ও ইন্টারন্যাশনাল শ্রী শ্রী হরি-গুরুচাঁদ মতুয়া মিশনের উদ্যোগে এ নবান্ন উৎসব পালন করা হয়।

উৎসব ঘিরে মন্দির প্রাঙ্গণে ছিল বিভিন্ন আয়োজন। এ উপলক্ষে মতুয়া মন্দির প্রাঙ্গণ থেকে বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিটি নগরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় মতুয়া মন্দির চত্বরে এসে শেষ হয়। এরপর ধর্মীয় আলোচনা উপভোগ ও মহাপ্রসাদ গ্রহণ করেন তারা।

উৎসব সুষ্ঠুভাবে সম্পন্ন করতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন ছিল।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড