আর্জেন্টিনাকে হারানোর আনন্দে সৌদিতে রাষ্ট্রীয় ছুটি ঘোষণা News News Desk প্রকাশিত: ১১:০৩ অপরাহ্ণ, নভেম্বর ২২, ২০২২ অনলাইন ডেস্ক : ২০২২ কাতার বিশ্বকাপের তৃতীয় দিনে পুরো ফুটবলবিশ্বকে চমকে দিয়েছে সৌদি আরব। আসরে নিজেদের প্রথম ম্যাচে তারা আসরের ‘হট ফেভারিট’ আর্জেন্টিনাকে ২-১ গোলে হারিয়ে দিয়েছে। দলটির জন্য এ এক অবিস্মরণীয় জয়। তাইতো শেষ বাঁশি বাজার পর থেকেই আনন্দের বন্যায় ভাসছেন মধ্যপ্রাচ্যের তেলসমৃদ্ধ দেশটির ফুটবলভক্তরা। টানা ৩৬ ম্যাচ অপরাজিত থেকে বিশ্বকাপে আসা আলবিসেলেস্তেদের বিপক্ষে পাওয়া এই জয়টিকে স্মরণীয় করে রাখতে আগামী বুধবার (২৩ নভেম্বর) সারা দেশে ছুটি ঘোষণা করেছে সৌদি সরকার। আরব নিউজের খবরে বলা হয়েছে, দোহার লুসাইল স্টেডিয়ামে মেসিদের বিপক্ষে জাতীয় দলের জয় উদযাপনের জন্য সৌদি ক্রাউন প্রিন্স যুবরাজ মোহাম্মদ বিন সালমানের একটি পরামর্শ অনুমোদন করেছেন দেশটির বাদশাহ সালমান। বিজয় উদযাপন করতে বুধবার (২৩ নভেম্বর) ছুটি ঘোষণা করা হয়েছে। সৌদি প্রেস এজেন্সি জানিয়েছে, বুধবার (২৩ নভেম্বর) সব সরকারি ও বেসরকারি কর্মকর্তা-কর্মচারী এবং সকল পর্যায়ে শিক্ষার্থীদের ছুটি দেওয়া হবে। অবশ্য ছুটি ঘোষণার আগেই সৌদি আরবের রাস্তায় নেমে এসেছেন সমর্থকরা। সৌদি আরবের জাতীয় পতাকা হাতে এবং জাতীয় দলের জার্সি গায়ে নেচেগেয়ে উল্লাস প্রকাশ করছেন তারা। সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আন্তর্জাতিক বিষয়: