ইন্দোনেশিয়ায় শক্তিশালী ভূমিকম্পে নিহত ২০, আহত ৩০০

News News

Desk

প্রকাশিত: ৩:০৮ অপরাহ্ণ, নভেম্বর ২১, ২০২২

অনলাইন ডেস্ক : ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে সোমবার (২১ নভেম্বর) শক্তিশালী এক ভূমিকম্পে ২০ জন নিহত হয়েছে। আহত হয়েছে ৩শ’রও বেশি মানুষ।

ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমসের খবরে বলা হয়, রিখটার স্কেলে ভূমিকম্পের তীব্রতা ছিল ৫ দশমিক ৬।

দেশটির রাজধানী জাকার্তা থেকে ৭৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পশ্চিম জাভার সিয়াঞ্জুর শহরে ভূমিকম্পের কেন্দ্র ছিল বলে সেখানকার সরকারি কর্মকর্তা হারমান সুহারম্যান জানিয়েছেন।

ভূমিকম্পের কেন্দ্র ছিল ভূমি থেকে ১০ কিলোমিটার গভীরতায়। তবে সুনামির কোনো সম্ভাবনা নেই।

স্থানীয় টেলিভিশন চ্যানেল মেট্রো টিভিকে হারমান সুহারম্যান বলেন, ভূমিকম্পে এখন পর্যন্ত ২০ জনের বেশি মানুষ মারা গেছেন।

এছাড়া আকস্মিক এই কম্পনে আরও ৩০০ জনের বেশি মানুষ আহত হয়েছেন। আহতদের উদ্ধারের পর হাসপাতালে নেওয়া হয়েছে।

তবে ভূমিকম্পে ধসে পড়া ঘরবাড়ির নিচে এখনও অনেকে চাপা পড়েছেন। যে কারণে হতাহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে সতর্ক করে দিয়েছেন হারমান। চাপা পড়া লোকজনকে উদ্ধারে অভিযান শুরু হয়েছে বলে জানিয়েছেন জাভার এই কর্মকর্তা।

সূত্র : দেশ রূপান্তর