প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হলেন প্রসূন আজাদ

News News

Desk

প্রকাশিত: ১১:৩৬ অপরাহ্ণ, নভেম্বর ১৯, ২০২২

অনলাইন ডেস্ক : শোবিজকে বিদায় জানিয়ে পুরোদস্তুর সংসারী অভিনেত্রী প্রসূন আজাদ। ২০২১ সালের ৩০ জুলাই প্রেমিক ফারহানের সঙ্গে ঘর বেঁধেছেন তিনি।

এবার ব্যক্তিগত জীবনের নতুন এক সুখবর জানালেন এই অভিনেত্রী।
প্রথমবারের মতো পুত্রসন্তানের মা হয়েছেন প্রসূন আজাদ। বিষয়টি প্রসূন নিজেই জানালেন।

সামাজিকমাধ্যম ফেসবুকে ছেলের একটি ছবি দিয়ে চার লাইনের একটি কবিতা জুড়ে দেন। ক্যাপশনে ছেলের জন্মের তারিখও উল্লেখ করেন তিনি।

সেখান থেকে জানা যায়, শুক্রবার (১৮ নভেম্বর) মা হয়েছেন এই অভিনেত্রী। খবরটি শেয়ার করার সঙ্গে সঙ্গে অভিনন্দন ও ভালোবাসায় সিক্ত হয় নবজাতক ও তার মা।

ছবিতে প্রসূনের ক্যাপশন সবার মন কেড়েছে। যেখানে তিনি লেখেন, জীবনের পথে পথে চলিতে, যত আশা গিয়েছিলো ফুরায়ে, গজমতি হার যেন ধূলিতে, ভিখারীনি পেলো আজ কুড়ায়ে।

প্রসূনের স্বামী ফারহান জানান, শুক্রবার (১৮ নভেম্বর) বিকেলে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে জন্ম হয় তাদের প্রথম সন্তানের। মা ও ছেলে দুজনই সুস্থ আছে। ছেলের নাম এখনও ঠিক করা হয়নি। আপাতত হাসপাতালে পর্যবেক্ষণে আছে তারা। দুই-একদিনের মধ্যেই বাসায় নেওয়া হবে।

২০১২ সালে লাক্স চ্যানেল আই সুপারস্টারের প্রথম রানারআপ হয়ে শোবিজে নাম লেখান প্রসূন আজাদ। ‘অচেনা হৃদয়’, ‘সর্বনাশা ইয়াবা’ ও ‘মৃত্যুপুরী’ সিনেমায় নায়িকা হিসেবে অভিনয় করেছেন। তার সবশেষ মুক্তি প্রাপ্ত সিনেমা ‘পদ্মপুরাণ’। এছাড়াও অসংখ্য টিভি নাটকেও অভিনয় করেছেন তিনি।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড