বরিশালে যুব অধিকার পরিষদ এর কর্মী সম্মেলন অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ১০:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১১, ২০২২

নিজস্ব প্রতিবেদক : তারুণ্য নির্ভর নতুন রাজনৈতিক দল “গণ অধিকার পরিষদ”এর প্রধান রাজনৈতিক অঙ্গ সংগঠন যুব অধিকার পরিষদ, বরিশাল মহানগরের কর্মী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

শুক্রবার (১১ নভেম্বর) বিকেল ৫ টায় নগরীর একটি রেস্তোরাঁয় এ সম্মেলন অনুষ্ঠিত হয় ।

বরিশাল মহানগর যুব অধিকার পরিষদের সভাপতি ফরহাদ হোসেন তালুকদার ফয়সালের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন সংগঠনটির সাধারণ সম্পাদক জনাব শফিকুল ইসলাম সাগর।

আরো বক্তব্য রাখেন যুগ্ম সাধারণ সম্পাদক সোহাগ ফরাজি ও সাংগঠনিক সম্পাদক ইমাম হোসেন।

এসময় শফিকুল ইসলাম সাগর বলেন,”বর্তমান সময়ে রাজনৈতিক পরিস্থিতি ডিজিটাল রাজতন্ত্রে রুপ নিয়েছে।তিনি আরও বলেন, গণতান্ত্রিক আন্দোলনকে বেগবান করে গণ মানুষকে জাগিয়ে তুলতে হবে এবং তারুন্য নির্ভর নতুন রাজনৈতিক দলই এই আন্দোলনে অগ্রণী ভুমিকা পালন করবে।

সভাপতির বক্তব্যে ফরহাদ হোসেন তালুকদার ফয়সাল বলেন,”সহিংসতা নয় মধ্যমপন্থার মাধ্যমেই আমরা এগিয়ে যাবো।

ডাকসু সদ্য সাবেক ভিপি এবং গণ অধিকার পরিষদের সদস্য সচিব নুরুল হক নুরের নেতৃত্বে তৃণমূল পর্যায়ে অধিকারের চেতনা ছড়িয়ে পরবে, ইনশাল্লাহ।