চাইলেই সরকারকে ধাক্কা দিয়ে ফেলা যাবে না : স্বাস্থ্যমন্ত্রী

News News

Desk

প্রকাশিত: ১০:০৫ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২

অনলাইন ডেস্ক : স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক বলেছেন, শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার হিমালয় পর্বত, চাইলেই লাঠি নিয়ে মিছিল করে ধাক্কা দিয়ে ফেলা যাবে না।

আজ মঙ্গলবার (৮ নভেম্বর) মাদারীপুরের শিবচরে নূর-ই আলম চৌধুরী অডিটোরিয়ামে উপজেলার স্বাস্থ্যসেবা খাতে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ‘বিএনপি অনেক কথাই বলে, তারা বলেন-করোনার সময় কেউ কোন সেবাই পায়নি। জাতীয় সংসদেও একই কথা বলেন। অথচ করোনার সময় বিএনপিকে খুঁজে পাওয়াই যায়নি। মানুষের পাশে ছিল না বিএনপি।

অনুষ্ঠানে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের সচিব সাইফুল হাসান বাদল, মাদারীপুরের জেলা প্রশাসক ড. রহিমা খাতুন, পুলিশ সুপার মাসুদ আলম ও জেলা পরিষদের চেয়ারম্যান মুনির চৌধুরী উপস্থিত ছিলেন।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন