ডেঙ্গু : দেশে মৃত্যু ৫, হাসপাতালে ভর্তি ৮২০ News News Desk প্রকাশিত: ৯:৫৯ অপরাহ্ণ, নভেম্বর ৮, ২০২২ অনলাইন ডেস্ক : সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত আরও পাঁচ জনের মৃত্যু হয়েছে। এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হলো। এর মধ্যে ১১২ জন ঢাকা মহানগরীতে এবং ঢাকার বাইরে ৭০ জন মারা গেছেন। এদিকে, ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত ৮২০ রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে সারা দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৩ হাজার ২২৩ জনে। চলতি বছরে ৪৪ হাজার ৮০২ ডেঙ্গু রোগী সারা দেশে চিকিৎসা নিয়েছেন। এরমধ্যে ২৯ হাজার ৬৯৮ জন রাজধানী ঢাকায় এবং ১৫ হাজার ১০৪ জন রোগী ঢাকার বাইরের রয়েছেন। তাদের মধ্যে, অক্টোবরে আক্রান্ত হয়ে চিকিৎসা নিয়েছেন ২১ হাজার ৯৩২ জন এবং মারা গেছেন ৮৬ জন। মঙ্গলবার (৮ নভেম্বর) সারা দেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। বলা হয়েছে, চলতি বছরের ১লা জানুয়ারি থেকে ৮ই নভেম্বর পর্যন্ত হাসপাতালে সর্বমোট রোগী ভর্তি ছিলেন ৪৪ হাজার ৮০২ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছিলেন ৪১ হাজার ৩৯৭ জন। এ বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে ১৮২ জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে চলতি মাসে মারা গেছেন ৪১ জন। এ মাসে শনাক্ত রোগীর সংখ্যা ৬ হাজার ৭৭৮ জন। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: প্রকাশক : শারমিন সুলতানা সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয় সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার। প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান বরিশাল ঠিকানা:: বিবির পুকুর পাড় হাবিব ভবন, ৫ম তলা ঢাকা ঠিকানা:: উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড