জেনে নিন আপনার রাশিফল

News News

Desk

প্রকাশিত: ১:৫৮ অপরাহ্ণ, নভেম্বর ৬, ২০২২

অনলাইন ডেস্ক : আজ ২১ কার্তিক ১৪২৯, ৬ নভেম্বর ২০২২, ১০ রবিউস সানি ১৪৪৪ রোজ রোববার। পাশ্চাত্য জ্যোতিষ শাস্ত্রমতে, ভাগ্য মানুষের ‘ভাগ্য’ ফেরায়, ভাগ্য মানুষের সঙ্গে করে বিড়ম্বনা।

এটি যদি আপনি মানেন, জেনে নিন আপনার আজকের রাশিফল।

মেষ রাশি: সমস্যা থাকবে তবে অবিলম্বে সেটিকে মিটিয়ে নিন। পেশা সংক্রান্ত সিদ্ধান্ত নিজেই নিন। আজ অনেকের সঙ্গে কথা বললে নিজেই লাভবান হবেন। ছুটির পরিকল্পনা করতে পারেন। ব্যস্ত সময়সূচি থাকবে।

বৃষ রাশি: মনের ঊর্ধ্বে গিয়ে কিছু করবেন না। দীর্ঘকালের সঞ্চয় থেকে আজকে অনেক কিছু পাবেন। অবসর সময়ে আজ আনন্দ উপভোগ করবেন। খামখেয়ালী মানুষের থেকে দূরে থাকুন। প্রেম নষ্ট করবেন না।

মিথুন রাশি: উৎফুল্ল থাকুন। ভাল সময় আসছে সামনে। আজকে জমানো অর্থ কাজে লাগানোর দিন। পছন্দের কাজ করুন। সামাজিক অনুষ্ঠানে আজ অংশ নিলে অনেকেই আপনাকে চিনবেন। প্রেমের থেকে দূরে থাকুন। কর্মক্ষেত্রে অনেক কিছু বদলাবে।

কর্কট রাশি: শিক্ষায় মন দিন। রসিক স্বভাব আজকে জনপ্রিয় করে তুলবে। নিজের ব্যক্তিত্ব আরও ভাল রাখুন। প্রেমের দিকে আজকে না ঝোঁক থাকাই ভাল। গুরুত্বপূর্ন মানুষের সঙ্গে সাক্ষাৎ আজকে ভাল সুযোগ এনে দেবে। ভুল কথা বলবেন না।

সিংহ রাশি: আংশিক বিনিয়োগ থেকে লাভ আসবে। ব্যবসায় যৌথ উদ্যোগে পরিবর্তন আসবে। বিদেশের বাণিজ্য থেকে সুযোগ আসতে পারে। অযৌক্তিক চাহিদা ভাল নয়। নিজের রাগ আয়ত্বে রাখুন। আজ অনেক কিছুই বিঘ্নিত হবে।

কন্যা রাশি: চাপ থাকবে। মূল্যবান জিনিস যত্নে রাখতে হবে। একঘেয়ে জীবন থেকে আজ মুক্তি পাবেন। প্রিয়জনের কারণে আজ অনেকের কাছেই আপনি খারাপ হবেন। নানান অভিজ্ঞতা আজ আপনাকে অস্বাচ্ছন্দ্য বোধ করাবে।

তুলা রাশি: প্রেম আনন্দদায়ক। নতুন পরিকল্পনায় হাত দিতে পারেন। আজ অনেকের সহায়তা পাবেন। বন্ধুদের সঙ্গে সময় কাটান। আজ অনেক কিছুই আকর্ষণীয় হবে। নিজের ইচ্ছেমত সবকিছু হবে না। প্রশংসা পাবেন।

বৃশ্চিক রাশি: আর্থিক পরিকল্পনা করুন, কাজে দেবে। শিশুদের সঙ্গে আজকে সময় কাটালে ভাল ফল পাবেন। প্রেমের যাত্রা কিছুক্ষণের হলেও ভাল ফল দেবে। উত্তেজনা থাকবে। সহকর্মীর কারণে আজ বিপদে পড়বেন।

ধনু রাশি: শারীরিক কারণে ভুগবেন। নিজেকে নিয়ন্ত্রনে রাখতে হবে। অনেকেই আজ আপনাকে আঘাত দেওয়ার চেষ্টা করবে। বিতর্ক থাকবেই। মূল্যবান সময় নষ্ট করবেন না। প্রেমের দিকে নয়া মোড়।

মকর রাশি: স্বল্প উন্মত্ততা ঝামেলায় ফেলবে। মতবিরোধ হতে পারে। প্রেমের যাত্রা কিছুক্ষণের হলেও ভাল ফল দেবে। আজ অতিথিদের কারণে অনেক কিছু বিঘ্নিত হবে। নতুন পরিকল্পনা বিঘ্নিত হতে পারে।

কুম্ভ রাশি: কাজের চাপ থাকবে। ঘরে বিরোধ থাকবে। মতামতের পরিবর্তন ঘটবে। পরিবারের হিতসাধনে কঠোর পরিশ্রম করতে হবে। কিছু অসুবিধার মুখোমুখি হতে পারেন। নিজের ভারসাম্য বজায় রাখুন। রাগ নিয়ন্ত্রণ করুন।

মীন রাশি: পরিবারের বিরুদ্ধে যাবেন না। কথা বলার আগে ভাবনা চিন্তা করুন। সামাজিক কাজে নিজেকে নিযুক্ত করুন। ফাঁকা সময়ে নিজের কাজ করুন। দুর্ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। আজ অনেক কিছু জানতে পারবেন।

সূত্র : বাংলানিউজটোয়েন্টিফোর.কম


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড