আওয়ামী লীগ টিকে গেলে দেশকে লুটেপুটে পোটলা বানাবে : জোনায়েদ সাকি

News News

Desk

প্রকাশিত: ১১:৪২ অপরাহ্ণ, নভেম্বর ৪, ২০২২

অনলাইন ডেস্ক : আওয়ামী লীগকে উদ্দেশ্য করে গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, একদিন বিপদে পড়তে পারে, এজন্য তারা বিভিন্ন দেশে সেকেন্ড হোম বানাচ্ছে। এরা যদি টিকে যায়, তবে দেশকে লুটেপুটে পোটলা বানিয়ে ফেলবে।

শুক্রবার (৪ নভেম্বর) বিকেলে গণসংহতি আন্দোলনের রাজনৈতিক দল হিসেবে আত্মপ্রকাশের সাত বছর উপলক্ষে রাজধানী শাহবাগের জাতীয় জাদুঘরের সামনে এক সমাবেশে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, আন্দোলনে নামলে বাস, লঞ্চের ধর্মঘট দেওয়া হয়। সরকারি বাস বিআরটিসিও বন্ধ হয়ে যায়। রাস্তায় নামলে গুণ্ডা বাহিনী দিয়ে জনগণকে পথে পথে আটকাবে- বর্তমান এই অবস্থা যদি চলতে থাকে তবে দেশের সার্বভৌমত্ব থাকবে না।

মানুষের ভোটের অধিকার যে সরকার কেড়ে নেয় এবং সেটাকে স্থায়ী করে সেই দেশে রাষ্ট্রের সঙ্গে নাগরিকের বিচ্ছিন্নতা ঘটে যায়। যেই দেশে নাগরিকের সার্বভৌমত্ব কেড়ে নেয়া হয়েছে সেই দেশের সার্বভৌমত্ব থাকবে না। যদি তারা এভাবে টিকে থাকতে পারে তবে তারা দেউলিয়া বানিয়ে দেবে।

এরা শ্রীলংকার মতো দশা করবে বাংলাদেশের। যারা দেশের জনগণকে বুঝতে হবে বর্তমান সরকারের হাতে এই দেশ নিরাপদ নয়।

তিনি বলেন, সরকারি প্রত্যেক প্রকল্প থেকে লুটপাট করে তারা বিদেশে অর্থ পাঁচার করছে। ১০ লক্ষ কোটি টাকার উপরে বিদেশে অর্থ পাঁচার করেছে তারা।

ক্ষমতায় টিকতে না পারলে আশ্রয়ের জন্য বিভিন্ন দেশে সেকেন্ড হোম তৈরি করছে। কথায় কথায় তারা জেলে পাঠানোর হুমকি দিচ্ছে।

জনগণের ঐক্যের সামনে সরকারের হম্বিতম্বি টিকবে না বলে মন্তব্য করে তিনি আরো বলেন, সরকার হুমকি দিচ্ছে মানে তারা ভয় পেয়েছে, তাদের পায়ের তলায় মাটি নাই। যারা জনগণের ভোটের অধিকার কেঁড়ে নেয় তাদের কোনো নৈতিক শক্তি অবশিষ্ট থাকে না।

এই সরকারের বিরুদ্ধে আমাদের সম্মিলিতভাবে লড়তে হবে। এসময় বিরোধী দলগুলোকেও যার যার অবস্থান থেকে একতাবদ্ধ হয়ে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান তিনি।

গণসংহতি আন্দোলনের কেন্দ্রীয় সম্পাদক মন্ডরীর সদস্য জুলহাসনাইন বাবুর সঞ্চালনায় এতে আরো বক্তব্য রাখেন,

সংগঠনটির নির্বাহী সমন্বয়কারী আবুল হাসান রুবেল, রাজনৈতিক পরিষদের সদস্য তসলিমা আখতার, হাসান মারুফ রুমী ও মনির উদ্দীন পাপ্পু, কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য সৈয়দ মল্লিক ও অঞ্জন দাস, সংগঠনটির সম্পাদকমণ্ডলীর সদস্য দীপক রায় ও তরিকুল ইসলাম, ঢাকা উত্তর মহানগরের আহ্বায়ক মনিরুল হুদা বামন ও বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি মশিউর রহমান খান রিচার্ডসহ আরো অনেকে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন