পার্টিতে জনপ্রিয় মার্কিন র্যাপার দুর্বৃত্তদের গুলিতে নিহত News News Desk প্রকাশিত: ১০:১৩ পূর্বাহ্ণ, নভেম্বর ২, ২০২২ অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের হিউস্টনে একটি পার্টিতে দুর্বৃত্তের গুলিতে নিহত হয়েছেন ব্যান্ড মিগোসের র্যাপার টেকঅফ।হামলাকারীকে ধরতে অভিযান চালাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী। স্থানীয় সময় মঙ্গলবার দুপুরে একটি পার্টিতে তার চাচা ও ব্যান্ডের সহযোগীর সঙ্গে দাবা খেলার সময় তাকে গুলি করে দুর্বৃত্তরা। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ২৮ বছর বয়সী এই তারকার আসল নাম কিরশ্নিক খারি বল। তবে ঠিক কী কারণে তাকে হত্যা করা হয়েছে বিষয়টি জানা যায়নি। ২০০৮ সালে হিপহপ ব্যান্ড ‘মিগোস’ গঠন করেন টেকঅফ। ২০১৩ সাল ‘ভারসাচে’ গান মুক্তির পর বিশ্বব্যাপী খ্যাতি পায় তার ব্যান্ড। চলতি বছরের শুরুতে দলে ভাঙ্গন দেখা দিলেও ‘‘ব্যাড অ্যান্ড বুজি”, ‘‘ভার্সেস” ও ‘‘ওয়াক ইট টক ইট”সহ কয়েকটি জনপ্রিয় গান পরিবেশন করেছে মিগোস। সূত্র: বাংলাদেশ প্রতিদিন SHARES বিনোদন বিষয়: