দুর্নীতির মামলায় তারেক-জোবায়দার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা News News Desk প্রকাশিত: ৩:১৩ অপরাহ্ণ, নভেম্বর ১, ২০২২ অনলাইন ডেস্ক : দুর্নীতির মামলায় স্ত্রী ডা. জোবায়দা রহমানসহ বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। মঙ্গলবার (১ নভেম্বর) ঢাকা মহানগর দায়রা জজ আদালতের বিচারক মো. আছাদুজ্জামান মামলার অভিযোগপত্র গ্রহণ করে এ গ্রেফতারি পরোয়ানা জারি করেন। দুদকের আইনজীবী মোশাররফ হোসেন কাজল বিষয়টি নিশ্চিত করেছেন। এর আগে চলতি বছরের ২৬ জুন হাইকোর্ট তারেক রহমান ও ডা. জোবায়দা রহমানকে ‘পলাতক’ ঘোষণা করে ৪ কোটি ৮২ লাখ টাকার দুর্নীতি মামলা দায়ের ও তার প্রক্রিয়ার বৈধতা নিয়ে করা পৃথক রিট আবেদন খারিজ করে দেন। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আইন আদালত বিষয়: