ভারতের গুজরাটের ঝুলন্ত সেতু ধসে নিহত ৩৫ News News Desk প্রকাশিত: ১০:২৫ অপরাহ্ণ, অক্টোবর ৩০, ২০২২ অনলাইন ডেস্ক : ভারতের গুজরাটের মোরবিতে ঝুলন্ত সেতু ধসে অন্তত ৩৫ জন নিহত হয়েছেন। ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। গুজরাটের মুখ্যমন্ত্রী ভূপেন্দ্র প্যাটেলের সঙ্গে কথা বলে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি জরুরি ভিত্তিতে উদ্ধার অভিযানের নির্দেশ দিয়েছেন। স্থানীয়রাও উদ্ধার অভিযানে যোগ দিয়েছেন। প্রধানমন্ত্রীর জাতীয় ত্রাণ তহবিল (পিএমএনআরএফ) থেকে দুর্ঘটনায় প্রাণ হারানো প্রত্যেকের পরিবারের জন্য ২ লাখ রুপি এবং আহতদের ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেওয়ার ঘোষণা করা হয়েছে। এ ছাড়া রাজ্য সরকার নিহতের পরিবারকে ৪ লাখ এবং আহতদের প্রত্যেককে ৫০ হাজার রুপি ক্ষতিপূরণ দেবে। এনডিটিভির প্রতিবেদনে বলা হয়, রোববার সেতুটি ধসে পড়ার সময় প্রায় ৫০০ জন ছিলেন। এখনো প্রায় ১০০ জন পানিতে আটকা পড়ে আছেন। এতে আরো বলা হয়, সেতুটি মাঝখান থেকে ভেঙে পড়েছে বলে মনে হচ্ছে। এ ঘটনায় আরও মৃত্যুর আশঙ্কা করা হচ্ছে। মোরবি সেতুটি বহু বছর আগে নির্মিত একটি ঐতিহাসিক কাঠামো। মেরামত এবং সংস্কারের পর মাত্র চার দিন আগে গত ২৬ অক্টোবর গুজরাটি নববর্ষ উপলক্ষে পুনরায় চালু করা হয়। সূত্র : দেশ রূপান্তর SHARES আন্তর্জাতিক বিষয়: