বরিশালে প্রেমের ফাঁদে ফেলে ধর্ষণ, অভিযুক্ত কারাগারে

News News

Desk

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, অক্টোবর ২২, ২০২২

অনলাইন ডেস্ক : বরিশালের গৌরনদীতে একটি ক্লিনিকের এক নারী কর্মচারীকে (২৬) ধর্ষণের অভিযোগ উঠেছে এক টেইলার্স শ্রমিকের বিরুদ্ধে। এ ঘটনায় নির্যাতিত ওই তরুণী বাদী হয়ে অভিযুক্ত টেইলার্স শ্রমিক দিপক সরকারকে (৩৪) আসামি করে শনিবার (২২ অক্টোবর) গৌরনদী থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করেছেন। পুলিশ অভিযুক্ত আসামি দিপক সরকারকে গ্রেফতার করেছে।

গ্রেফতার দিপক ওই উপজেলার নলচিড়া ইউনিয়নের পিঙ্গলাকাঠী বাজারের টেইলার্স শ্রমিক ও বোরাদি গরঙ্গল গ্রামের প্রয়াত দিলীপ সরকারের ছেলে। ওই তরুণীর জানান, গত ৬ মাস আগে ফেসবুকের মাধ্যমে দিপকের সাথে তার পরিচয় হয়।

পরে তাদের মধ্যে প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। গত ৭ জুলাই দিপক নিজ বাড়িতে ডেকে নিয়ে ওই নারীকে ধর্ষণ করে। পরে গত ২১ অক্টোবর দিপকের বাড়ি গিয়ে বিয়ে জন্য চাপ সৃষ্টি করেন ভিকটিম। এতে ক্ষিপ্ত হয়ে দিপক তাকে মারধর করে।

মামলার তদন্ত কর্মকর্তা গৌরনদী থানার এসআই কেএম আব্দুল হক জানান, ধর্ষণ মামলা দায়েরের পর আসামি দিপককে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে। ওই নারীকে ডাক্তারি পরীক্ষার জন্য শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ওসিসিতে ভর্তি করা হয়েছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড