১১ হলে মুক্তি পেল চলচ্চিত্র ‘রোহিঙ্গা’

News News

Desk

প্রকাশিত: ৬:২৪ অপরাহ্ণ, অক্টোবর ২১, ২০২২

অনলাইন ডেস্ক : নির্মাতা সৈয়দ ওয়াহিদুজ্জামান ডায়মন্ডের ‘রোহিঙ্গা’ সিনেমাটি ১১টি হলে মুক্তি পেয়েছে। শুক্রবার (২১ অক্টোবর) বিষয়টি জানান নির্মাতা নিজেই।

২০১৭ সালে শুটিং শুরু হয় এ সিনেমার এবং পরিকল্পনা ছিল ২০২০ সালেই মুক্তি দেওয়া হবে এটি। কিন্তু করোনা সংক্রমণ রোধে দেড় বছর সিনেমা হল বন্ধ ছিল। ফলে পিছিয়ে যায় সিনেমার সেন্সর। প্রায় একবছর আগে আনকাট সেন্সর পায় ‘রোহিঙ্গা’।

এ ছবিটি মিয়ানমারের রাখাইনে রোহিঙ্গা নির্যাতন ও হত্যার বিষয়টি নিয়ে নির্মিত হয়েছে। সিনেমায় অভিনয় করেছেন আরশি, ওমর আয়াজ অনি, সুচি, সাগর, বৃষ্টি, তানজিদ, হায়াতুজ্জামান, গোলাম রাব্বানিসহ আরও অনেকে।

সিনেমা সম্পর্কে ডায়মন্ড বলেন, ২০১২ সালে রোহিঙ্গাদের নিয়ে আমি প্রথম সিনেমা নির্মাণ করার পরিকল্পনা করি। কিন্তু সে সময়ে এটি সম্ভব হয়নি। অনেক প্রতিকূলতা পার করে আমার সিনেমাটি মুক্তি পেল। রোহিঙ্গা সমস্যাটি আন্তর্জাতিক সমস্যা হিসেবে চিহ্নিত, সেটিও সিনেমায় ফুটে উঠেছে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড