দিনাজপুরের হিলি চেকপোস্টে ২৪টি স্বর্ণের বারসহ আটক ৫ News News Desk প্রকাশিত: ৯:৫৩ অপরাহ্ণ, অক্টোবর ১৯, ২০২২ অনলাইন ডেস্ক : দিনাজপুরের হিলি চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় ২৪টি স্বর্ণের বারসহ পাঁচজন পাসপোর্টধারী যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ। বুধবার (১৯ অক্টোবর) বিকেল ৫টার দিকে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কাস্টমস গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান। আটককৃতরা হলো মানিকগঞ্জের মনোরঞ্জন, ফরহাদ, মনিরুল ইসলাম, জসিম উদ্দিন ও ঢাকার মতিয়ার রহমান। গোয়েন্দা সুপারিনটেনডেন্ট সোহেল রায়হান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে প্রথমে দু’জন আটক করা হয়। তাদের দেহ তল্লাশি করে ১০টি স্বর্ণের বার উদ্ধার করা হয় এবং তাদের স্বীকারোক্তি মোতাবেক অন্য ৩ জনের দেহ তল্লাশি করে আরও ১৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। তিনি আরও জানান, উদ্ধারকৃত স্বর্ণের ওজন ২ কেজি ৪ শ গ্রাম। যার আনুমানিক মূল্য ১ কোটি ৬৮ লাখ কোটি টাকা। এ ঘটনায় আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আইন আদালত বিষয়: