যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনায় বন্দুকহামলায় পুলিশসহ নিহত ৫

News News

Desk

প্রকাশিত: ৭:৫৪ অপরাহ্ণ, অক্টোবর ১৪, ২০২২

অনলাইন ডেস্ক : যুক্তরাষ্ট্রের নর্থ ক্যারোলিনা অঙ্গরাজ্যে বন্দুকহামলার ঘটনা ঘটেছে। এতে এক পুলিশ কর্মকর্তাসহ ৫ জন গুলিতে নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার রেলিগে শহরে এ ঘটনাটি ঘটে। খবর নিউ ইয়র্ক টাইমসের।

জানা গেছে, রেলিগে হামলার ঘটনায় যে পুলিশ সদস্য নিহত হয়েছেন, তিনি ছুটিতে ছিলেন। হামলায় আহত হয়েছেন তিনজন। তাদের মধ্যেও একজন পুলিশ সদস্য রয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার প্রায় তিন ঘণ্টা পর হামলাকারী ঘাতক বন্দুকধারী কিশোরকে আটক করা হয়। হামলাকারী একজন শ্বেতাঙ্গ কিশোর। সে বেশ লম্বা। তাকে হেফাজতে নেওয়া হয়েছে বলে টুইট পোস্টে নিশ্চিত করেছে পুলিশ।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন