ভেনেজুয়েলার লাস তেজেরিয়াসে ভূমিধসে নিহত ২২

News News

Desk

প্রকাশিত: ১১:১৮ অপরাহ্ণ, অক্টোবর ১০, ২০২২

অনলাইন ডেস্ক : ভেনেজুয়েলার লাস তেজেরিয়াস প্রবল বৃষ্টিপাতের ফলে সৃষ্ট ভূমিধসে কমপক্ষে ২২ জন নিহত হয়েছেন। নিখোঁজ রয়েছেন আরও ৫২ জন। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এদিকে রবিবার (৯ অক্টোবর) লাস তেজেরিয়াস শহর পরিদর্শন করেছেন ভেনেজুয়েলার ভাইস প্রেসিডেন্ট ডেলসি রদ্রিগেজ। তিনি জানান, নিখোঁজদের উদ্ধারের জন্য উদ্ধার কাজ চলমান রয়েছে।

ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এই পরিস্থিতিকে কঠিন ও বেদনাদায়ক বলে বর্ণনা করেছেন।
ভেনেজুয়েলার বেসামরিক সুরক্ষা উপ-মন্ত্রী কার্লোস পেরেজ অ্যাম্পুয়েদা জানিয়েছেন, প্রায় ১ হাজার উদ্ধারকর্মী উদ্ধার কাজ চালাচ্ছে।

প্রবল বৃষ্টিপাতের কারণে এল পাটো নদীর পানি বেড়ে যাওয়ার পর ভূমিধসের ঘটনা ঘটে এবং বন্যার পানি বেশ কয়েকটি বাড়ি এবং দোকান ভাসিয়ে নিয়ে যায়।

সূত্র: বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড