পাকিস্তানের ইসলামাবাদে শপিংমলে আগুন, ১১২২ জনকে উদ্ধার News News Desk প্রকাশিত: ৮:৫৬ অপরাহ্ণ, অক্টোবর ৯, ২০২২ অনলাইন ডেস্ক : পাকিস্তানের ইসলামাবাদে একটি বহুতল শপিংমলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এই দুর্ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। পুলিশের দাবি, সবাইকে নিরাপদে উদ্ধা করা হয়েছে। রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ জানিয়েছে, ওই বিপণী বিতানের আগুন এখন নিয়ন্ত্রণে। সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ ওসমানি ইউনিস জানান, দমকল বাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর সহায়তায় ওই ভবন থেকে ১১২২ জনকে উদ্ধার করা হয়। ইসলামাবাদ পুলিশ জানিয়েছে, ওই ভবনটি সিলগালা করা হবে। এছাড়া উদ্ধার অভিযান শেষ হয়েছে। আর আগুন লাগার কার উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে। সূত্র : বাংলাদেশ প্রতিদিন SHARES আন্তর্জাতিক বিষয়: