এটাই হয়তো আমার শেষ বিশ্বকাপ: মেসি

News News

Desk

প্রকাশিত: ১০:২৮ অপরাহ্ণ, অক্টোবর ৬, ২০২২

অনলাইন ডেস্ক : কাতারেই শেষ। তার পর আর বিশ্বকাপে দেখা যাবে না লিওনেল মেসিকে। বাঁ পায়ের জাদুকর স্বয়ং নিজের ভবিষ্যতের কথা জানিয়ে দিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় যা ছড়িয়ে পড়েছে। লিও মেসি বলেছেন, ‘এটাই (কাতার বিশ্বকাপ) আমার শেষ বিশ্বকাপ।

সিদ্ধান্ত নিয়ে ফেলেছি।’ তবে প্যারিস সাঁ জাঁ নাকি বার্সেলোনার জার্সি গায়ে দেখা যাবে বিশ্ব ফুটবলের রাজপুত্রকে, তা এখনও স্থির করেননি এলএম১০। ২০২৩ সালে সেই ব্যাপারে সিদ্ধান্ত নেবেন আর্জেন্টাইন মহাতারকা।

আর্জেন্টাইন ফুটবল সংস্থার তরফ থেকে স্থির করা হয়েছে, কাতার বিশ্বকাপে আর্জেন্টিনা দল ডিয়েগো ম্যারাডোনার ছবি পকেটে রাখা হবে। মেক্সিকো বিশ্বকাপের মহানায়ককে শ্রদ্ধা জানানোর জন্যই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আর কাতার বিশ্বকাপ শুরুর আগেই ম্যারাডোনার সুযোগ্য শিষ্য মেসি জানিয়ে দিলেন, এই বিশ্বকাপই তার শেষ বিশ্বকাপ হতে চলেছে।

আর যেহেতু এটাই এলএম১০-এর শেষ বিশ্বকাপ হতে চলেছে, তাই তার ভক্তরা এখন থেকেই আবদার শুরু করে দিয়েছেন, ‘কাপ আনো ঘরে’।

১৯৮৬ সালে শেষ বার বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা। তার পরে আলেসান্দ্রো সাবেয়ার কোচিংয়ে ২০১৪ বিশ্বকাপের ফাইনালে পৌঁছেছিল নীল-সাদা জার্সিধারীরা।

কিন্তু জার্মানি স্বপ্ন ভেঙে দেয় মেসির। চার বছর পরের রাশিয়া বিশ্বকাপে ফ্রান্সের কাছে বিধ্বস্ত হয়ে মেগা টুর্নামেন্ট থেকে বিদায় নিতে হয় মেসির আর্জেন্টিনাকে।

সূত্র : রাইজিংবিডি.কম