বরিশালে জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৩:৩৯ অপরাহ্ণ, অক্টোবর ৪, ২০২২

অনলাইন ডেস্ক : জাতীয় কন্যা শিশু দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘সময়ের অঙ্গীকার, কন্যা শিশুর অধিকার’ স্লোগান নিয়ে মঙ্গলবার (৪ অক্টোবর) সকালে বরিশাল সার্কিট হাউজের সম্মেলন কক্ষে আলোচনা সভার আয়োজন করে জেলা প্রশাসন ও মহিলা বিষয়ক অধিদপ্তর।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. সোহেল মারুফ।

বরিশাল মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানমের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় তথ্য অফিসের পরিচালক মো. জাকির হোসেন, জেলা শিক্ষা কর্মকর্তা মো. জাহাঙ্গীর হোসেন, সচেতন নাগরিক কমিটি (সনাক) সভাপতি প্রফেসর শাহ সাজেদা ও জেলা আওয়ামী লীগের সহসভাপতি মো. হোসেন চৌধুরী।

এছাড়া বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং কন্যা শিশুরা সভায় উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে কন্যা শিশুদের ফুল দিয়ে শুভেচ্ছা জানান অতিথিরা।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন


প্রকাশক : শারমিন সুলতানা
সম্পাদক : মো:সাজ্জাদ হোসেন হৃদয়
সহ সম্পাদক : মো:শুভ হাওলাদার।
প্রধান উপদেষ্টা : মো: মকবুল হোসেন
যুগ্ন উপদেষ্টা : ডা. রিয়াদুল ইসলাম খান

 

বরিশাল ঠিকানা::
বিবির পুকুর পাড়
হাবিব ভবন, ৫ম তলা

ঢাকা ঠিকানা::
উওরা ১২ নং সেক্টর ৩ নং রোড