বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা অনুষ্ঠিত

News News

Desk

প্রকাশিত: ৪:২৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৯, ২০২২

অনলাইন ডেস্ক : বিশ্ব নদী দিবস উপলক্ষে বরিশালে আলোচনা সভা ও নদী বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে সনদ বিতরণ করা হয়েছে।

‘প্রাণ প্রকৃতি, জীববৈচিত্র ও নৌপথ সুরক্ষায়’ শ্লোগান নিয়ে বৃহস্পতিবার (২৯ সেপ্টেম্বর) বেলা ১২টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন পানিসম্পদ প্রতিমন্ত্রী কর্নেল (অব.) জাহিদ ফারুক এমপি।

জেলা প্রশাসক জসীম উদ্দিন হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার খোন্দকার আনোয়ার হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তালুকদার মো. ইউনুস এবং বিএমপির ইপ-কমিশনার আলী আশরাফ ভূঁঞা।

সভায় বক্তারা নদী খাল ও জীববৈচিত্র সুরক্ষায় সকলের প্রতি আহবান জানান।

অনুষ্ঠানে বিভিন্ন স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের অংশগ্রহনে অনুষ্ঠিত নদী বিষয়ক কুইজ প্রতিযোগীতায় বিজয়ী ৫০ জনকে সনদ বিতরণ করা হয়।

এছাড়াও নদী গবেষনায় সহযোগীতা করায় আরও ১৫ জন শিক্ষার্থীকেও সনদ প্রদান করা হয় অনুষ্ঠানে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন