রাশিয়ার স্কুলে বন্দুক হামলায় শিশুসহ নিহত ৬, আহত ২০ News News Desk প্রকাশিত: ৫:৪৫ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৬, ২০২২ অনলাইন ডেস্ক : রাশিয়ায় একটি স্কুলে গোলাগুলির ঘটনায় ছয়জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহতের সংখ্যা ২০। সোমবার (২৬ সেপ্টেম্বর) রাশিয়ার ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের একটি স্কুলে গোলাগুলির এ ঘটনা ঘটে। রুশ রাজনীতিক এবং উডমুর্তিয়া রিপাবলিকের প্রধান আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ ব্রেচালভ এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, হামলাকারী স্কুলের এক প্রহরীকে হত্যার পর নিজেও আত্মহত্যা করে। রাশিয়ার পুলিশের বরাত দিয়ে রুশ সংবাদমাধ্যম আরটি জানিয়েছে, ইউরাল অঞ্চলের ইজেভস্ক শহরের ৮৮ নম্বর স্কুলে গোলাগুলি ও হতাহতের ঘটনা ঘটে। স্কুলটি থেকে শিক্ষক-শিক্ষার্থীদের সরিয়ে নেওয়া হয়েছে। স্কুলের বাইরে অ্যাম্বুলেন্স ও পুলিশের গাড়ি রয়েছে। রাশিয়ার স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, মোট ২৬ জন হতাহত হয়েছে। নিহত ৬ জনের মধ্যে শিশুও রয়েছে। আলেকজান্ডার ভ্লাদিমিরোভিচ ব্রেচালভ জানিয়েছেন, ঘটনার পর সকল বাহিনী স্কুলটিতে হাজির। প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হয়েছে। আইন প্রয়োগকারী সংস্থার সদস্য ও চিকিৎসকরা ঘটনাস্থলে কাজ করছেন। সূত্র: বাংলানিউজটোয়েন্টিফোর.কম SHARES আন্তর্জাতিক বিষয়: