
অনলাইন ডেস্ক : বেনাপোল কাস্টমস চেকপোস্ট এলাকা থেকে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ দুই পাসপোর্ট যাত্রীকে আটক করেছে শুল্ক গোয়েন্দার সদস্যরা।
শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাতে বেনাপোল চেকপোস্ট কাস্টমসের তল্লাশি কেন্দ্র থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন মুন্সিগঞ্জ জেলার কমলঘাট এলাকার সাগর হোসেন (৪০) এবং একই জেলার পাঁচগাওয়ের জসিম ঢালী (৩৫)।
বেনাপোল শুল্ক গোয়েন্দা সূত্র জানায়, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) রাত ৭টার দিকে গোপন সংবাদ আসে দুজন পাসপোর্ট যাত্রী ভারত থেকে বিপুল পরিমাণ মার্কিন ডলার নিয়ে ইমিগ্রেশনের কার্যক্রম শেষ করে কাস্টমস এলাকা পার হয়ে বন্দর টার্মিনাল এলাকায় অবস্থান করছেন।
এ খবরে পাসপোর্ট যাত্রী জসিম ও সাগরকে কাস্টমস তল্লাশি কেন্দ্রে নিয়ে তাদের ব্যাগে থাকা ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ তাদের আটক করা হয়। যার বাংলাদেশি টাকায় মূল্য দাঁড়ায় ১ কোটি ৮০ লাখ টাকা।
বেনাপোল কাস্টম শুল্ক গোয়েন্দা দপ্তরের সহকারী পরিচালক মনিরুজ্জামান চৌধুরী জানান, গোপন সংবাদ পেয়ে দুজন ভারত ফেরত পাসপোর্ট যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে ১ লাখ ৭০ হাজার মার্কিন ডলারসহ তাদের আটক করা হয়।
মার্কিন ডলারসহ আটক দু জনকে জিজ্ঞাসাবাদ শেষ রাত ৯টায় বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়। এ ঘটনায় বেনাপোল পোর্ট থানায় একটি মামলা হয়েছে।
সূত্র : দেশ রূপান্তর