আওয়ামী লীগ-যুবলীগের নেতাকর্মীর বিরুদ্ধে করা বিএনপির মামলা খারিজ News News Desk প্রকাশিত: ৫:৫০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২০, ২০২২ অনলাইন ডেস্ক : রাজধানীর মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলার অভিযোগে প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদারসহ ২০ জনের বিরুদ্ধে মামলার আবেদনের কয়েক ঘণ্টা পর তা খারিজ হয়ে গেছে। মঙ্গলবার (২০ সেপ্টেম্বর) মামলার আবেদন খারিজ করে দেন ঢাকার অতিরিক্ত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন। অভিযোগকারী প্রত্যক্ষদর্শী কিংবা ভিকটিম না হওয়ায় মামলা খারিজ হয়েছে। এর আগে, সকালে ঢাকা বার অ্যাসোসিয়েশনের জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট ওমর ফারুক ফারুকী বাদী হয়ে মামলার আবেদন করেন। তাতে আসামি করা হয়- কেন্দ্রীয় যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল, ঢাকা-১৬ আসনের সংসদ সদস্য ইলিয়াস উদ্দিন মোল্লা, আগা খান মিন্টু, এম এ মান্নান কচি ইসমাইল হোসেনসহ ২০ জনকে। এছাড়া আরো ৪ শ থেকে ৫ শ জনকে অজ্ঞাত আসামি হিসেবে রাখা হয়। মামলার আবেদনে বলা হয়, ১৫ সেপ্টেম্বর ঢাকার মিরপুরে বিএনপির শান্তিপূর্ণ মিছিলে হামলা চালানো হলে অন্তত ২০ নেতাকর্মী আহত হন। সূত্র : দেশ রূপান্তর SHARES আইন আদালত বিষয়: