
অনলাইন ডেস্ক : দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩৪৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে ডেঙ্গুতে চারজনের মৃত্যু হয়েছে।
এ নিয়ে দেশে ডেঙ্গু আক্রান্ত হয়ে মোট ৩৭ জন মারা গেলেন। মোট ডেঙ্গু রোগীর সংখ্যা বেড়ে হলো ৯ হাজার ৯৫।
সোমবার (১২ সেপ্টেম্বর) সারাদেশের পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গুবিষয়ক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় ঢাকায় ২২৮ জন এবং ঢাকার বাইরে ১১৭ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ১ হাজার ১১২ জন।
তাদের মধ্যে রাজধানীর ৫০ সরকারি-বেসরকারি ও স্বায়ত্তশাসিত হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৮৫৩ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে ২৫৯ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, চলতি বছর জানুয়ারিতে সারাদেশে মাত্র ১২৬ ডেঙ্গু আক্রান্ত রোগী হাসপাতালে ভর্তি হন। এরপর ফেব্রুয়ারিতে ২০, মার্চে ২০ ও এপ্রিলে ২৩ জন আক্রান্ত হয়েছিলেন। মে মাস থেকে আবার সংক্রমণ কিছুটা ঊর্ধ্বগামী হতে থাকে।
ওই মাসে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হন ১৬৩ জন, জুনে ৭৩৭ জন, জুলাইয়ে এক হাজার ৫৭১ জন এবং আগস্টে সর্বোচ্চ তিন হাজার ৫২১ জন।
সেপ্টেম্বর মাসের ১২ দিনে রোগী হাসপাতালে ভতি হন ২ হাজার ৯১৪ জন।
সূত্র : দেশ রূপান্তর