করোনা : দেশে মৃত্যু শুন্য, শনাক্ত ৪২১ News News Desk প্রকাশিত: ৪:১১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ১২, ২০২২ অনলাইন ডেস্ক : দেশে গত একদিনে আরও ৪২১ করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এই সময়ে কোনো রোগীর মৃত্যুর তথ্য পাওয়া যায়নি। সোমবার (১২ সেপ্টেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সারা দেশে ৪ হাজার ৫৬০টি নমুনা পরীক্ষা করে ৪২১ জনের শরীরে করোনা শনাক্ত হয়। শনাক্তের হার ৯.২৩ শতাংশ। এ পর্যন্ত মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ১৫ হাজার ৩০২ জনে। গত ২৪ ঘণ্টায় কোনো রোগীর মৃত্যু না হওয়ায় মোট মৃতের সংখ্যা ২৯ হাজার ৩৩৪ জনেই রয়েছে। আট জেলার মধ্যে ঢাকাতেই সর্বোচ্চ ৩৭৫ জন রোগী শনাক্ত হয়েছে। গত একদিনে করোনা থেকে সেরে উঠেছেন ২৯১ জন। এ নিয়ে মোট সুস্থ হলেন ১৯ লাখ ৫৯ হাজার ৩৭ জন। সূত্র : দেশ রূপান্তর SHARES জাতীয় বিষয়: