প্রকাশ পেয়েছে তারান্নুম আফরীনের ‘মেঘের বারণ’

News News

Desk

প্রকাশিত: ২:৫৮ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২২

অনলাইন ডেস্ক : প্রকাশ পেয়েছে কণ্ঠশিল্পী তারান্নুম আফরীনের মিউজিক ভিডিও ‘মেঘের বারণ’। গানটির কথা, সুর ও সংগীত পরিচালনা করেছেন তানভীর তারেক। গানের ভিডিওতে মডেল হয়েছেন মেহরুবা জেবিন তিশা।

তারান্নুম আফরীনের গল্প ভাবনায় গানটির ভিডিওচিত্র পরিচালনা করেছেন রুবাই হুদা। ‘মেঘের বারণ/ বৃষ্টি নিয়েছে বিদায়- সন্ধ্যার আগেই অন্ধকার ছুঁতে চায়- তোমার কাছে মনটা রেখেও আজ ঘর বাঁধা দায়’- এমন কথামালার গানটি ড. তারান্নুম আফরীন স্টুডিও এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে মুক্তি পেয়েছে।

গান প্রসঙ্গে তারান্নুম আফরীন বলেন, ‘এই গানটি একেবারেই অন্যরকম অনুভূতির একটি গান। বলা চলে আমার ভীষণ প্রিয় কথা-সুরের গান এটি। আশা করছি শ্রোতারাও গানটি পছন্দ করবেন।

তারান্নুম আফরীন অস্ট্রেলিয়া প্রবাসী বিজ্ঞানী হলেও বাংলাদেশের সংগীতাঙ্গনে তার নিয়মিত বিচরণ। নিয়মিত একক গান প্রকাশের পাশাপাশি তিনি গান করেছেন কুমার শানু, আসিফ আকবর, কাজী শুভসহ জনপ্রিয় তারকাদের সঙ্গে।

সূত্র : বাংলাদেশ প্রতিদিন